তোমাকে দিয়ে হবে না, ঐ যে সমুদ্র দেখা যাচ্ছে
তা,তুমি কখনও পাড়ি দিতে পারবে না,
তুমি ভালো ডুব, সাঁতার জানো না,
তোমাকে দিয়ে হবে না।
ঐ যে পাহাড়ের চুড়া দেখা  যাচ্ছে
সেখানে ও তুমি পৌঁছাতে পারবে না,
তুমি ভালো করে হাঁটতে  জানো না,
হোঁচট খেয়ে পড়ে যাবে,
তাই,তোমাকে দিয়ে হবেনা,
জগতে,যত কঠিন কাজ আছে
তা তুমি সহজে করতে পারবে না,
না,না তোমাকে দিয়ে কোন কিছুই হবে না।
সত্যিই কি ভাই,আমি পারবো না ?  
শুনেছি,মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে,
তবে বলো ভাইটি, আমি কেনো পারবো না?
তোমাকে ছুঁয়েছে বিষাদের অরন্য
তাই মানুষে করে তোমাকে হেলা
কেননা,
তোমার জীবনটা শুনেছি অভিশপ্ত
কাটে তোমার, অলস সারাবেলা।
কে বলেছে ভাই,আমাতে অলস নাই  
দেখো ভাই দেখো,কি সুন্দর লিখেছি এক কবিতা,
ভোরের শিশিরে,ধান ক্ষেতের পরে
বসে লিখেছি আমি কবিতা।
তুমি শুনবে ভাইটি শুনবে?
এজন্যই ত বলেছি তোমাকে দিয়ে কিছু হবে না,
বাংলাদেশে যত কাক আছে তার অধীক বেশী আছে কবি,
আর তুমি কি বাপু
সেই বিখ্যাত নজরুল,কিংবা রবি ?
তাহলে তোমার কবিতা,পড়বে কেনো লোকে
আর ডাকবে কেনো অযথায়,তোমাকে কবি।
শুনো হে ভাই,কবির ভাষায় বলি
লোকের নিন্দানু কাজ লোকে করবে
যদিও কষ্ট পাই আমি,
তার জন্যে আমার এই পথচলা
আমি কেমনে করে থামি।
ঈশ্বর আমাকে চোখ দিয়েছে তাই দেখিতে পারি আলো,
ঈশ্বর আমাকে,জ্ঞান দিয়েছে
তাই বুঝিতে পারি
কোনটা মন্দ,আর কোনটা ভালো।  
আমাকে দিয়ে কিছুই হবে না,
এই কথাটি তোমাদের মুখেই থাকুক
আমাকে না হয় উন্মাদ,অকর্মার ঢেকি
এসব বলেই লোকেরা ডাকুক।
তবু আমি পিছপা হবো না রে ভাই,
আমি নিরবে নির্বীত্তে একটি কথা
তোমাদের বলে যাই,
তাহলে তোমাদের মানবিক চেতনা
খুঁজে পাবে সঠিক কর্ম।
গুণীর কদর করতে শিখো,বুঝতে শিখো মর্ম।
তাহলে তোমাদের মানবিক চেতনা
খুঁজে পাবে সঠিক ধর্ম।