* দুখের মাঝে বসত আমার
      দুখের করি চাষ,
তুই ত রিয়া,সুখের মাঝে
    দিব্যি করিস,বাস।
আমার বুকের জমিনে তুই
   আগুন জ্বেলে দিলি,
তর বুকের জমিন টা" তুই
   অন্য কাউকে দিলি।
ভালবাসার  সমীকরণে
   আমি হেরে গেলাম,
হেলায়,হেলায় ধৈর্য পাহাড়
তাইতো আমি পেলাম।
আমি ভবঘুরে, অচিনপুরে
    দুখের করি চাষ,
তুই ত,রিয়া,সুখের মাঝে
    দিব্যি করিস বাস।