আজি হতে জীবনের দ্বার খুলে যাবে
হৃদয়ের আসন পেতে বসবে রমণী
বিস্তীর্ণ প্রান্তর মাঝে,শুরু হবে বসবাস
সে এক নতুন যাত্রা,আকূল ব্যাকুল হয়ে
নিয়তির আদেশ,ছিন্ন হবে শুধু মরণে
দুটি মন বিভোর থাকবে,দু'জনায়
প্রভুর সিক্ততায়,পথ চলবো আগামীর।
সে এক মহা-উৎসব,ঊর্ধ্বে নীল আকাশ
রংধনুর সাত রং,রবে আমাদের প্রেমে
মাঝে কিছু তিতিক্ষার প্রহর কাটবে
জীবন,কবিতা,গীতি ও ব্যস্ততার গানে
অতঃপর অবসান ঘটবে,সেই অপেক্ষার    
আমাদের মিলন হবে,পুষ্প মধুরকুঞ্জে।
সেই দিনকে ঘিরেই,সকল উত্তেজনা
হৃদয়-মাধুরী দিয়ে,দুটি মন হবে দু'জনার
সে এক নতুন যাত্রা,আকূল ব্যাকুল হয়ে
নিয়তির আদেশ,ছিন্ন হবে শুধু মরণে
পরপারে ও দুটি মন হবে,শুধু দু'জনার।