চোখ থাকিতে অন্ধ যারা
তাদের কথা কিসের?
চেহারা যতই সুন্দর হউক না
মনটা তাদের বিষের!
তেল আর জল যদি জগতে
এক হয়ে যেতো
তবে কি তার ব্যবধান
কখনো বুঝা যেতো?
ঠিক তেমনি সৃষ্টি হয়ে স্রষ্টারে
দেখা যায় না চোখে,
নাস্তিক মুরতাদ,স্রষ্টার বৈশিষ্ট্য
কে বুঝাবে তোকে?
তুচ্ছ জ্ঞানের,হে জ্ঞানী মহোদয়
জ্ঞান সাগরে যাবি,
কূলে বসে,জ্ঞানের পরিমাপ দেখে
ভরসা নাহি পাবি।
জগতে,যতই চাও তুমি ততই পাও
হিংসা করিতে নাই,
ধ্বংসের অতলে তুমি ডুববে যখন
তখন পাবেনা ঠাঁই।
তুচ্ছ জ্ঞানের,হে জ্ঞানী মহোদয়
কিনারা খুঁজে পাবি?