* এক বাদশাহ তাহার কর্মচারীকে
   গোপন কথা বললো,
   সাবধান করে দিয়েছেন,বারাবার
   গোপন রাখার জন্য।
   কথা গোপন রাখা খুব কঠিন কাজ
   ক"জন রাখতে পারে ?
   বছর খানেক কথা গোপন রাখলো
   তারপর হলো ফাঁস।
   এখন হাটে মাঠে,সবাই জানে এটা
   বাদশাহ তার কর্মচারীকে,রেগে
   প্রাণদন্ড দিলেন,
   অপরাধ ছিল তার,এই কথা  কেন
   প্রকাশ করে দিলেন।
   কর্মচারীটিকে নিয়ে গেল জল্লাদ
   হু,মৃত্যু দিতে চললো,
   কর্মচারীটি তখন কাতর কণ্ঠে
   ক্ষমা করুণ,বললো।
   এই অপরাধের জন্য,হে আমি দায়ী
   আপনি ও দায়ী বটে,
   আপনার কথা,আপনি গোপন রাখলে
   তা কি আজিকে রটে।
   বাদশাহ,আপনি যখন পারেননি  
   আমি কেমনে তা পারি?
   সমুদ্রের পানি বন্ধ করা না হলে ত
   নদীর পানিতে ভারি।
   বাদশাহ তার কর্মচারীর কথা
   যুক্তিতে মেনে নিলেন,
   কর্মচারীর উপর যে প্রাণদন্ড
   তা মুক্ত করে দিলেন।


* কথামালা :- অমর (কবি)
শেখ সাদীর গল্প হতে (সংগৃহীত)
তারিখ:- ১৩ /০৯/১৮ ইং