* তোমাকে প্রশ্ন, করিবো প্রশ্ন,থাকুক গ্রন্থে
             গগন নীল দ্বারে,
   দ্রহনে খাঁটি, খুঁড়িয়া মাটি, বাস্তব দেখি
            নয়নে বারে বারে।
  তোমাকে বলি, বালিকা কিছু উষ্ণতা চাই
            প্রেমের তৃপ্ত সুখ,
  তোমার সাথে নিঝুম রাতে চলতে চাই
           পূর্ণতা পাবে বুক।
  তোমাকে প্রশ্ন, করিবো প্রশ্ন থাকুক লেখা
          মোহনা সিন্ধু পাড়ে,
  দুপুরে ক্লান্ত,পাইনি পাপ্য,আঘাত জানি
          হৃদয়ে উঁকি মারে।
  তোমার হাসি,চাঁদের আলো,আমার চোখে
           বায়না ধরে মেঘ,
  যেমন তুমি,তেমন আমি,জীবন বোধে
           সমান গতি বেগ।


মাত্রাবৃত্ত কবিতা:- ৫+৫+৫+৫+২
স্থান:- মিরপুর,ঢাকা,বাংলাদেশ।
সময়:- ১২:২৭ মিনিট।