আমি ভাঙ্গা নৌকোর ছেঁড়া মাস্তুল
মাঝির যেমন উপহাস,
আমি বারবার ভাঙ্গি,একবার গড়ি
সফলতার ইতিহাস।
আমি মুদ্রার মতন,এপিঠ ওপিঠ
পেয়েছি, হার জিত
আমি দশ পা পিছিয়ে,এক পা এগোই
জানি, জয় সুনিশ্চিত।


আমি গিরগিটির মতন,রঙ পাল্টানো
দেখতে পারি না,
আমি কলম ছাড়া,কাগজে কবিতা
লিখতে পারি না!
আমি দিনকে দিন,রাতকে রাত
বলতে জানা মানুষ,
আমি নীতির চাদরে,অসত্য লুকিয়ে
উড়াই না ভাই, ফানুস।


আমি ধনী আর গরীবের মাঝে
দেয়াল টানি না,
সমাজের অনিয়ম আর অসংগতি
আমি মানি না।
বিদ্রোহী বলো,আর বিপ্লবী বলো,তারা
হারিয়ে গেছে কবেই,
যখন যা অর্জিত হবার,তখন তা হবেই!
আমি বিশ্বাসের ঘুড়ি,আঁকড়ে ধরে
দাঁড়িয়ে আছি তবেই
যখন যা অর্জিত হবার,তখন তা হবেই।