* তোমাকে ভালবাসি, হে মহিময় রব  
           কিতাব শাস্ত্র নাহি পড়ে,
    তোমাকে ভালবাসি, তুমি আমার সব
             ত্যাগ অনাবিল ধরে।  
আকাশ,বাতাশে পাই তোমার নবীর বাণী
             বাংলায় করি রচন,
আমার আরবি,ফারসি,উর্দুতে নেহি জ্ঞান
          তুমিই জ্ঞানী সর্বক্ষণ।
তোমার সেই জ্ঞানের ভাণ্ডার খুলে দাও
           আমার সম্মুখে প্রভু,
মানব কল্যাণে নিয়োজিত, শক্তি দাও
         পিছপা হবো না কভু।  
তাওহীদের চেতনা লয়ে প্রতীজ্ঞা করি
          সত্যপথে অভিমত,
    উপদেশ মতে অঙ্গীকার ধরি
          নবীর সেই ছিফত।
  মেনে চলিবো অক্ষরবদ্ধে নবীর বাণী
       তুমি ক্ষমা করো আগে,  
  আমি পাপ অনিষ্ঠে মহাপাপী,জানি
        হেদায়েত রাখো ভাগে।
তোমাকে ভালবাসি হে মহিময় রব
        আমার সম্মানিত আল্লা,
  তুমি মোরে বিদ্যা শিখাও, ক্রমে, ক্রমে
     দেখিয়ে ন্যায় নিষ্ঠার পাল্লা।
  তোমাকে ভালোবাসি ত্রি-ভুবনের স্রষ্টা
              দয়াময় রব,
রহমতে তুলে নাও, আমাকে বাঁচাও
        তুমি ধ্যান জ্ঞানে সব।
  তোমাকে ভালবাসি হে মহিময় রব।


              .....সমাপ্ত....