ছিল আমার প্রাণের বিদ্যাপীঠ
হোসেন্দী হাই ইস্কুল
প্রাইমারী শেষ করে, নতুন দিগন্তে
সেটাই ছিল মূল,
ছিল আমার প্রাণের বিদ্যাপীঠ
হোসেন্দী হাই ইস্কুল।
টিফিনের লুকোচুরি,ছিল বন্ধুর সাথে
ক্রিকেটে মনোযোগী ব্যাট বল হাতে।
ক্লাসের পড়া ক্লাসে দিলে ও
ঝামেলা একটা ছিল,
শাহাজাহান স্যারের শারিরীক শিক্ষায়
মাইর বাজেট ছিল।
পড়া পাড়ি,জারিজুরি তাতে নাহি ভয়
পিরিয়ডে অংশগ্রহণ না করাটাই ছিল
বুকের ভেতর সংশয়,
পড়া পাড়ি, জারিজুরি, তাতে নাহি ভয়।
স্কুল ড্রেস প্রতিদিন, দেরী যদি হবে
শাহাজাহান স্যারের টাস টাস
মাইর বাজেট রবে।
স্মৃতির পাতায় আজও আমি
এভাবেই খাই দুল,
ছিল আমার প্রাণের বিদ্যাপীঠ
হোসেন্দী হাই ইস্কুল।