হোসেন্দী এই তুমি ধন্য, জ্ঞানীর উজ্জ্বল জগতে
দীনের বন্ধু, চির পল্লী সভ্যতার আদি বিস্তারে,
হোসেন্দী এই ভূমি গণ্য, পুরণো ঐতিহ্য মতে
জ্ঞানের সিন্ধু,ভাষার মধু ঢালিয়া, আলো,আঁধারে
হোসেন্দী, শুভ, অশুভ আত্মার সংমিশ্রণে দলে
অন্যায়, দুরাচারী, সৎ কর্ম ব্যবহারে বাঁচি,
হোসেন্দী পেয়েছি শিক্ষা তোমার ধূলির তলে
সততা ছাড়ি নাই, আজও মরি নাই ভাল আছি।
হোসেন্দী তুমি চির মধূ, সবুজ,ফসলের ধূম,
পাখি উড়ে যাই, কত পথিক আসে তোমার বুকে,
হোসেন্দী আমি নেই শুধু, উদ্ভাস্ত বলে নেই ঘুম
অপবাদে উন্মাদ, গেয়ে গান সাম্যে, মানব সুখে।
হোসেন্দী, আঁধারচিত্রে ডুবে,আলোর পথ দেখেছি
স্রষ্টার অধীনে এসে, তোমার ধূলিতে জন্মদান,
হোসেন্দী তুমি আমার শিখর, ভালবেসে লিখেছি
তোমার এ বুকে হেসে,কষ্ট লুকিয়ে দিব প্রতিদান।