এ যে বড় দুঃসহ,কঠিন দুর্বীনিত দিন
অসত্যের আলোড়নে,মহৎ সত্য যে নেই
                  যারা,
   গভীর আস্থা রাখে নিয়তির উপর
                  তারা,
খেলনার পাত্র হয়ে পড়ে থাকে,সর্বদা
        তাতে কি আসে যাই ?
পৃথিবী অচল আজ,কিছু ধ্বংস লীলায়
তবু মানুষ কি সত্যকে ধরে বাঁচতে চায়?
                  চায় না,  
অসত্যের আলোড়নে,মহৎ সত্য যে নেই
  হারিয়ে গেছে সত্য,মিথ্যের আঁধারে!  
এখনও যাদের কাছে অস্বাভাবিক মনে হয়
     সততা,আদর্শ ও মহত্ত্বের রীতি
তাদের হৃদয় মরে গেছে,শয়তানের মত!