* বড্ড বেশী পাওয়া হয়ে গেছে আমার
   লোনা জলের খনি,
   ভালবেসে প্রতিদন্দ্বী হবো তোমার        
   জানিনি রিয়া মনি।
   আমি বাজে ছেলে হয়তো তোমার চোখে
   প্রেমিক হৃদয়ে না,  
   জানো,তুমি ছিলে আমার প্রাণ ভোমরা
   উপচে পড়া জোস্না।
   ইচ্ছে জাগতো এই পুরুষ মনে
   পাইতে তোমার মন,
   মরিয়া হয়ে ছুটেছি আমি পথে
   পাড়ি দিয়ে শত বন।
   কভু কি পেয়েছি,সুখের চন্দ্র তারা
   চুমু খাওয়া ঠোঁটে ?
   অবহেলার কাছে আমার আহত শরীর
   ক্লান্তি হয়ে লোটে।
   অন্ধ প্রেমিক হয়ে বন্ধ দরজায়
   লাগিয়েছি প্রেম তালিকা,
   আমি স্পষ্ট ভাষায়,সত্য বলার পাখি
   তুমি মানোনি তা বালিকা।  
   কত ভোর সন্ধ্যায়,বন্ধন হারা বন্ধায়
   একটি জলের খনি,
   ভালবেসে হব চির প্রতিদন্ধি তোমার
   জানিনি রিয়া মনি।