* মনে মনে যা চাই,তা যদি পেয়ে যেতাম
     তবে মেনে নিতাম,আমি চির সুখি,
     পৃথিবীর পথে যেতে যেতে পেয়েছি দেখা
     সেই নারীর, তবু আমি চির দুখি।
     আমাদের গতিবেগ,মুখোমুখি দু"দিকে
     কথা বলি সে শুনেনা,মুখ ফ্যাকাসে,
     মনে হয় তারে চিরচেনা,তবু সে অজানা
     ইচ্ছেরা উড়ে যায়,নীল আকাশে।
     তার চোখ দেখে মনে হত,সে আমারি
     তৃপ্তিতে ভালবেসে,প্রেম নাম তুলে,
     আমার মগজ বিকিয়ে দিয়ে,সে অন্যের
     মন রাঙাচ্ছে,মাথা রেখে তার কোলে।
     আজ আমি একা,পায় না তার দেখা
     কষ্টেরা নিয়ে আসে,নারীর আত্মদান,
     ভিতরে দারুন ঝড়,আর চোখে ঝরে বৃষ্টি
     বসন্তের কালে বিরহের গান।
     তবু সেই নারীকে ভুলিতে আর পারিনা।
     তাই মোর অন্তর,কেঁদে কেঁদে মরে।