একদিন,আমার যশ খ্যাতির তকমা
আকাশে বাতাসে বইতে লাগবে
সেদিন,আমার কাছে স্বপ্ন মনে হবে
ধরত্রীর সব বাঁধা আর বিপত্তি'কে
সেই দিন,খুব একটা বেশী দূরে নহে!
লোকেরা সেদিন,আমাকে বাহবা দিবে
একগুচ্ছ লাল গোলাপ উপহার দিবে
আর আমি অবলীলাক্রমে পাড়ি দিবো
সভ্যতার সেই রঙ্গ মঞ্চের উপর।
আমি নতুনের অসীম আকাশে
গ্রহন করবো নিজ আসন
আলোর মশাল হাতে শৃঙ্খলা বোধে দিব
আমি জ্বালাময়ী সে ভাসন।
আমি কঠোর বজ্রসম, সতেজ নিঃশ্বাস
আমি মানবের তরে,ভালবাসা ধরে
হব একদিন,সকলের বিশ্বাস!
বাস্তবতার নিবিড় বন্ধনে,আমি কবি
পবিত্র,কোমল,সত্য,মম চিত্তে
শিশিরের এক ভোরে স্নেহের রোদে
তরুণীর সেই নৃত্যে।
আমি কবি,সত্যের আঁকি সেই ছবি
বিধাতার দেওয়া সুখে,
ত্যাগের মহিমায় আমি সেই কবি
পাথর জমাট বুকে।
একদিন,আমার যশ খ্যাতির তকমা
আকাশে বাতাসে বইতে লাগবে!