চরম হতাশার জলে চক্ষু ভিজিয়েছি
তবু শীতল করেছি এই মন,
জগতে যখন এসেছি,কষ্ট সবাই দিবে
বাকী আছে আর কতজন ?
যতই ভেবে দেখি,সবাই আমার আপন
আসলে,সবাই আমার পর,
মানুষকে কষ্ট দিয়ে কে সুখী হতে পারে
যতই বাঁধুক,অন্যের ঘর!
আঘাতে আঘাতে মানুষ হওয়া যায়
যতই করুক ভুল,
কষ্টের পরেই ঠিক প্রশান্তির পর্দা ওঠে
যেমন গাছে ফুটে ফুল।
ধৈর্যের সাগরে, সদা ডুবে থাকলে
চিন্তাশক্তি হয় নরম
উশৃংখলে ধ্বংস অনিবার্য থাকে
যতই দেখাও গরম!
কঠিন আঘাত ও মেনে নিতে হবে
ভেতরটা হবে খাঁটি,
মানুষ মরিলে,সুন্দর এই দেহ,পঁচে যাবে
খেয়ে ফেলবে মাটি।
তাই নিজেকে ভালো কর্ম দিয়ে পাল্টাতে
যথার্থ দৃষ্টিভঙ্গি দরকার!