- মায়ের মমতা, মাটির মমতা ভুলে
     কাকে ভালবাসি আমি ?
কার সুখে সুখী হতে চাই, এই মন
        কোথায় কখন থামি।
মায়ের মমতা, মাটির মমতা ভুলে
         প্রণয়ের সুখ খুঁজি,
সুখেই ছিলাম, ভালোই ছিলাম, আগে
        হয়তো এখন বুঝি।
মায়ের মমতা, মাটির মমতা, ঠিক
     শুধু সেই নারী ভুল,
ভালবাসার বিশ্লেষণে, আজ বুঝেছি
       এক রথী, এক চুল।
মায়ের মমতা, মাটির মমতা, সুখ
        যতটুকু আমি পাই,
আজি,প্রনয়ের করে যাচাই, পেয়েছি
        ততটুকু তাতে নাই !


***********--***********