কাউকে ভালবেসেছিলাম,বড় স্বাদ করে
কোথাও দেখিনি,আহা,আমি পেয়েছি যাহা
ভালবাসা ছেড়ে গেলো,সেও চলে গেলো
একদিন,আমাকে ফেলে রেখে, উদাসীন
কাউকে কাছে ছেয়েছিলাম,পরম আদরে
কোনদিন আসেনি সে,ভালোওবাসেনি সে
হেলায়,হেলায়,শুধু অবহেলা
দিয়ে গেলো সে
মরীচিকার প্রলেপ লাগানো কষ্ট,নিত্যদিন।
কোথায় গিয়েছে আজ সেই স্বর্ণালী দিন?
যেখানে আবেগী মন নিয়ে,ছিলাম স্বাধীন!
এখন নিঝুম রাতের,
হারানো সে নিদ্রা ফিরে পেয়েছি
বেলীফুলের গন্ধ লয়ে,পাশে শুয়ে থাকে নারী
কাউকে ভালবেসেছিলাম,বড় স্বাদ করে
সারারাত দখিনা বাতাসে,এখন কোথায় সে?
যাকে ভাবিনি আমি,
সে হয়েছে আমার,দিলের রাণী
আর যাকে ভেবেছি আমি,
সে হারিয়েছে,কোথায় জানি!
ভুল হয়ে যদি ফুল ফুটে,তাহার থাকেনা গন্ধ
আবেগ লয়ে আবেগী হলে,ভাগ্যটা হয় মন্দ।
কাউকে ভালবাসা,
যদি হয় ভুল কিংবা পাপ
খোদার কসম,খোদার কাছে
চাচ্ছি আমি মাফ!
কাউকে ভালবেসেছিলাম,বড় স্বাদ করে
আগে কি আর জানতাম,
আমি কষ্টের পাহাড় পাবো মুঠো ভরে,
অবশেষে,একদিন,পেয়েছি মাংসের বিচরণ!