কিছু মানুষ,কতই না মূর্খ কতই না জালিয়াত
নিজের বিবেকের সাথে জালিয়াতি করে করে
অবশেষ ভুলে যায়,মহান সেই প্রভু,রব
ঈশ্বর কিংবা আল্লাহকেই!
মানুষ এত চতুর হওয়ার পর ও এটা জানে না
সৃষ্টির এই ধূর্মজাল,মায়াজাল ভেদ করে
নতুন কিছু আবিষ্কার করা বা সৃষ্টি করার মত
ক্ষমতা কোনো মানব জাতির সাধ্যে নেই,
পৃথিবী সূচনার পর থেকে,আজ অবদি
অনেক বিজ্ঞানী এলো আর গেলো
কিন্তু কেউ আর,অমরত্বকে জয় করতে পারেনি!
মস্তিষ্ক আছে বলেই যে মানুষ বুদ্ধিমান
তা কিন্তু ঠিক না,সব মানুষের মস্তিষ্ক আছে
তাই বলে কি সবার বুদ্ধিমত্তা এক
না,একেক জনের মস্তিষ্ক একেক রকম
তাই একেক জনের বুদ্ধিমত্বা ও একেক রকম।
কিছু মানুষের চিন্তাধারা,বুদ্ধিদীপ্ত,ভালো হতে
ভালোর সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন  হয়ে থাকে,
তাহার থেকে জাত,বর্ণ,সমাজ ও সৃষ্টিকুলের
কমবেশী সবাই উপকৃত হয়ে থাকে।
আর কিছু মানুষের চিন্তাধারা,দুষ্টু প্রকৃতির
তাহার থেকে, ধর্ম,সমাজ,ও সকল সৃষ্টির
কমবেশি সবাই ক্ষতি সাধন হয়ে থাকে।
প্রকৃত অর্থে যে বুদ্ধিমান,সে কখনোই
নিয়ম,নীতি,ও শৃঙ্খলা,ভঙ্গ করতে পারে না
অবিশ্বাসের মাধ্যমে,
আর মুর্খ জাতি,কখনোই মানতে চাহে না
সৃষ্টি হতে স্রষ্টার সেই শান্তির বিধি নিষেধ।
যুগে যুগে প্রমাণিত,বিশ্বাসী রাই পেয়ে থাকে
সফলতা,সুখ,শান্তি,ও সম্মানের ভূয়সী খেতাব।