* স্রষ্টার নেয়ামত নিয়ে মোরা
         মেতে থাকি রোজ,
    উল্টো পথে ঠিক যে চলি
      করে ইবলিশের খোঁজ।
   তাই বলে ত স্রষ্টা মোদের
     নেয়ামত দেয়নি কম,
   পাপাচার করি মিথ্যে বলি
       এই বুঝি গেল দম !
    সময় থাকতে তওবা করে
        সত্যের পথে আসি,
  সহনশীল কর্ম করেই স্রষ্টার
        প্রেম সাগরে ভাসি।
   স্রষ্টা মোদের মহান বলেই
       তিনি করবেন ক্ষমা,
   পূর্বে মোদের পাপের বোঝা
        যতই থাকুক জমা।
  স্রষ্টার আশেক হলেই মোদের  
        দিলে আসবে ভয়,
  সত্যের পথে চলতে চলতে
        মোদেরি হবে জয়।
   স্রষ্টার হুকুম পেয়েই মোরা
       সওদা করতে এলাম,
  দুনিয়ার বাজারে মিথ্যে ছাড়া
     আর কি মোরা পেলাম।  
  সময় থাকতে ভালো পথে
        সওদা করে নিই,  
  তবেই মোরা স্রষ্টার কাছে
         লিষ্টি জমা দিই।