* কবিতার নিজ কোন কথা নাই
      কথা বলে সে অক্ষর,
   কবিতা হল ছন্দের গুণে তৈরি  
       কবির এই সাক্ষর।  
  একটি কবিতা রূপ চাই আগে
        তাইতো কবির দৃষ্টি,
  কিছু অক্ষরের মাত্রাযুক্ত মিলে
         কবিতার হয় সৃষ্টি।
  কবিতার অক্ষর কথা বলে তা
      দেশ, মাটি, জনতার,
  কবিতার রূপে থাকে আত্মত্যাগ
          কবির প্রবণতার।
  কবিতার মা,বাবার ভূমিকায়  
       কবির সেই সাধন,
সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে চাওয়া
        সততার এ বাঁধন।
কবিতার জন্য কবিদের জন্ম
      এ চির রঙিলা ভবে,
কবির জন্য কবিতারা জন্মায়  
     একলা একা নিরবে।
একেকটি কবিতার প্রাণ থাকে
        ঠিক অমরত্ব রূপে,
  কিছু কবিতার প্রাণ থাকে নষ্ট  
        মরণের বিষ কূপে।  
অসফল কবিতার কিছু  কথা
    দিশেহারা তাই কবি,
অপ্রকাশে কবিতার ভবিষ্যৎ  
     অন্ধকারে ভুল সবি।  
কিছু কবিতা এভাবেই মরবে  
        যুগে যুগে চিরকাল,
   নষ্ট ম্লানে শান্তি, অম্লানে ধার্য
       কবি তাই নাজেহাল।


* ১২ / ৮ মাত্রায় (অক্ষরবৃত্ত কবিতা)