* বুড়ি মা"র তেতুল গাছটা কোথায় ?
   শৈশব কোথায় হারালো ?
   সময় কোথায় পালালো ?
   সাদা কালো দিন, আজ"তো দেখি রঙ্গিন !
   টিফিন চোর বন্ধু গুলো কোথায় ?
   সময়ের চোখে আজ সর্ষে ফুল।
   এক্কা দোক্কা খেলা,কানামাছি খেলা
   গোল্লাছুট খেলার, সাথীরা,
   পৌষে, মশা মাছির মুখ পুড়ানো, বাঁতিরা
   আজ কোথায় হারালো, কোথায় ?
   বাড়ির মুরুব্বী, ওরা আজ কোথায় ?
   তাদের এখনও আছে সুনাম রয়ে গেছে
   তাদের স্মৃতিময়, যশ আর খ্যাতি ,
   অতীতের সাথে সব বদলে গেছে
   আর পাল্টে গেছে মানুষের নীতি !
   আজ সত্য কোথায় হারালো ?
   বড্ড জানতে চাই, আমার বিবেক।