* আরও বহুকাল, নির্জনে একা একা
   থাকিতে হবে আমাকে,
   পরিজাতহীন, কঠিন হৃদয়ে ঠাঁই।
   কিছুটা,বদলাতে হবে, পুষ্পের মতন
   তীব্র শোভন, মিষ্টি সুবাস
   আমার বড্ড অভাব, ভালবাসা নাই।
   আরও বহুকাল, কবিতা লিখে লিখে
   উত্তাপ ছড়াতে হবে,
   মানুষের কথা, আমার কথা,কত কি?
   কিছুটা চাইতে হবে অধিকার, মাঠে
   ন্যায় নিষ্ঠার আদলে
   শর্তহীন সন্ধী, অজানা গন্তব্যে ফাঁকি।
   কখন আসবে পূর্ণতা, নতুন উদয়ে
   পতাকা ওড়ানো হাতে,
   ইতিহাসের পাতা হয়ে বাঁচতে চাই!
   কিছুটা,বদলাতে হবে, পুষ্পের মতন
   তীব্র শোভন, মিষ্টি সুবাস
   আমার বড্ড অভাব, ভালবাসা নাই।