শরীরের গাঢ় ভাজ থেকে আসে,প্রেমের ছন্দ
আমি শুধু  বসে বসে সাজিয়ে দিই,কবিতা


ঝাঁকে ঝাঁকে আসে,স্মৃতির পাড়ের পাখি
টনক নড়ে,মাথা হতে পা অবদি বিচ্ছেদের।
সবুজ লোকালয়,ছুঁয়েছে পাহাড়,মেঘময়


আমি ছুঁতে পারেনি শুধু,তোমার সেই ওষ্ঠ
ভুল পথে হেটে হেটে,আমি পায় দেখো তুষ্ট
মগজ করেছি ধোলাই,আবেগের বশে থেকে।


আপাদমস্তক,ইচ্ছেটাকে করেছে চুরিঘাতে খুন
কঠো কথার বিষে,পঁচেছে আমার এই দেহ
ধ্বংস বললে ভুল বলা হবে,চিরকাল তা অন্যায়।


আমাদের পাশের এলাকায়,তাদের ছিল বাড়ি
আমাদের স্কুলে আসতো,কংক্রিট রাস্তাটা ধরি।
হারানো ক্যানভাসে,তব ভাসি চোখের জলে


আজকাল সেই দিনগুলো নেই,অতীত ক্রমাগত
বাস্তবতার আলোকে ভুলেছি,ব্যাথার সেই ক্ষত।