* হে কবি, মনের দরজা খুলে দাও
   কবিতার বৃষ্টি ঝরুক,
   হে কবি, কিছু অতীত ভুলে যাও
   যতই মনে পরুক।
   শুকনো পাতার,মর্মর কি শুনতে পাও?
   তারো ছিল যৌবন,
   হে কবি,তুমি হারিয়েছো সোনালী দিন
   হারিয়েছো মৌ-বন।
   হে কবি তাদের মুখে খাবার তুলে দাও
   দুস্থ গরীব যারা,
   অভাবের জগতে,এক চিন্তার সাগর
   কষ্টে দিশেহারা।
   হে কবি ত্যাগের প্রাচীর খুলে দাও
   মানবতার গান তুলে,
   চির শান্তিতে হউক,সত্যের জয়ধ্বনি
   সকল ভেদাভেদ ভুলে।
   হে কবি মনের দরজা খুলে দাও
   কবিতার বৃষ্টি ঝরুক।