স্বপ্নে আসে ময়ূরপঙ্খী
আমি চড়ি গো তাতে
কত উড়ি,মেঘের দেশে
বৃষ্টি ধরি গো হাতে।
স্বপ্নে আসে সাদা বোরাখ
আমায় নিয়ে উড়ে,
আসমান আমার পাল্কী
দাঁড়িয়ে আছে দূরে।
সাত আসমানের উল্কা
ছুটে আসে সহস্র,
মেঘের ফাঁকে কোটি তারা
নক্ষত্র ও অজস্র।
সৃষ্টিকুলে স্রষ্টার সৃষ্টি
কভু হবেনা শেষ,
শোকর করি,শুকরিয়া
প্রভু তোমার দেশ।
তোমার মহিমা,স্বর্গীয়
কবুল করে নাও,
স্বপ্নগুলো ও সত্যি করে
আমায় দিয়ে দাও।