তোমার মহিমা দিয়ে,হে প্রভু
শান্তির পরশ ঢেলে দাও,
আমাদের বাঁচাও,চির কল্যাণকর
তোমার সকল ক্ষুদ্রতা হতে।
হে প্রভু! ক্ষুদায় কন্ঠ ক্ষীণ মানব
গৃহবাসে বন্দী,
হয়তো পাপে ভুলেছে তোমারে
করে নাও সন্ধী।
ক্ষমা করো আমাদের,হে প্রভু
তোমার মুক্ত বাঁধন ঢেলে,
রুদ্ধ প্রাণের পল্বলে,ভাসিব আবার
তোমার দয়া পেলে।
ক্ষমা করো হে প্রভু,কেউ নেই
তোমার চির প্রতিদন্ধী
ক্ষুদায় কন্ঠ ক্ষীণ মানব,নিরুপায়
নিঃসৃত,গৃহবাসে বন্দী।