* অস্থির,স্থবির,জনশূন্য বিষন্ন চারপাশ
   গুজবে কান দিবেন না, কিন্তু
   এদিকে আজাবে হচ্ছে জীবন্ত তাজা লাশ।
   পেশীর শক্তি,বাহুর শক্তি,দেখাও এখন
   এসব কর্ম,তাহার কাছে কি,মানাই ?
   চারপাশেতে নিত্য উল্লাসে,রকমারি সাজ
   কোথায় এখন,বাজছে না তো সানাই ?
   যুদ্ধ ছাড়াই বিশ্ববাসী,প্রাণঘাতে বন্দী
   এখনও কেউ কি আছে,হবে তাহার প্রতিদন্ধী ?
   পারবে না যখন,কেনো,মানোনা থাকে
   আর করো না কেনো,হৃদয়টাকে চাষ ?
   তোমাদের কুকর্মে,বিশ্বে ধ্বংস এসেছে
   জন্মেছে,করোনা নামক লালা ভাইরাস।
   তিনিই জানেন,সুস্থ করতে ও পারেন
   মাফি চাইলে,ক্ষমা করতে ও পারেন
   দিতে পারেন আরও,করোনা থেকে মুক্তি
   আমার কাছে এর চেয়ে ভালো,নেই
   নেই যে কোনো,উপদেশমূলক যুক্তি।
   তিনি চাইলে,ক্ষমা করতে ও পারেন
   দিতে পারেন আরও,করোনা থেকে মুক্তি।