হে" হারানো পথের পথিক তুমি কি
মুক্ত পথের সন্ধান পাচ্ছো না,
নাকি সংকীর্ণ আলোর পথ ধরিয়া
অন্ধকার পাড়ি দিতে চাচ্ছো না
হে" হারানো পথের পথিক জানো কি
তোমাকে,তারপর ও বুঝে নাও,
প্রলয়ের অন্ধকারে হারানো সুখ
তালাশে বারবার তুমি, খুঁজে যাও।
হে" হারানো পথের পথিক পারবে কি
তুমি, নিজ অস্তিত্ব ধরে রাখতে,
তোমাকে নিশ্চয়তা দিতে পারিনা
আয়নার মত সচ্ছ ছবি আঁকতে।
হে" হারানো পথের পথিক, তোমাকে
এগিয়ে যেতেই হবে চির কষ্টে,
বিভক্ত কাচের মত এই  আমাকে
ছুঁড়ে পেলো না, শত আয়োজন নষ্টে।
কেননা কোন জিনিস ছোট করে
দেখার উপায় নেই এই জগতে।