* আত্মসমর্পণ করেছো,তারপরও সে যদি
তোমাকে শাস্তি দেয়,তুমি কি করবে ?  
শাস্তি মেনে নিবো, মাথা নিঁচু করে তাও
সৃষ্টি আমি, স্রষ্টা তিনি, হবে পতন আমার
আমি চিরপাপী, প্রভু তুমি ক্ষমা করে দাও।
সততা বুকে বেঁধেছো, তারপরও সে যদি
তোমাকে তালাশ করে,কষ্ট আর সমীক্ষায় ?
সত্যি বলছি আমি তুচ্ছ,পারবোনা কখনও
হেরে যাবো নিরন্তর,আমি তাহার পরিক্ষায়।
তুমি নরক,স্বর্গ,জান্নাত,জাহান্নাম,কভু দেখেছো কি ?
দেখেনি স্বর্গীয় হুর,দেখেনি নরকের জ্বলন্ত সীসা,
তবু আমি বিশ্বাস করি,আর খুঁজি সত্যের দিশা।
কতটুকু ক্ষমতার সাধ্য আছে পৃথিবীতে তোমার ?
চোখে দেখিনা বাতাস,তবুও নিতে পারি নিঃশ্বাস,
আমার কোন ক্ষমতা নেই,এতটুকু করি বিশ্বাস।
একদিন প্রকাশ্য তোমার, দেখা পাবে কি তাহার ?
একালে কেউ দেখেনি থাকে,দেখার সাধ্য কি রাখে
প্রার্থনায় যদি সরল মানুষ, হাতে পারি"গো" আগে
নিশ্চয়, তাহার, দিদারলাভ পেতেও পারি ভাগে !
মন খুলে তুমি কি চাও, তাহার কাছে চেয়ে নাও?
চাই আত্মকেন্দ্রিক ভালবাসা, চাই রাসূলের দোয়া
সাধক হয়ে যেনো মরতে পারি,সত্য পথ ধরতে পারি
চাই আরও, তাহার কুদরতি, নিদর্শনের ছোঁয়া,
চাই আত্মকেন্দ্রিক ভালবাসা,চাই রাসূলে দোয়া।