* আজ আমি এক কলঙ্কিত বাংলাদেশ
আমার বুক ছিঁড়ে সেদিন, জন্ম নিয়েছিল
শেখ মুজিবের মত হাজারো ত্যাগী নেতা,
আজ আমি এক লজ্জিত বাংলাদেশ।
আজ আমার সন্তানেরা ধর্ষন করে, খুন করে
আজ আমার সমাজ, নষ্টাদের জলসা করে।
আমি ছোট্ট এক বাংলাদেশ, গর্বিত বাংলাদেশ এতদিন আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলাম
আজ আমার সন্তানেরা আমার সম্মান নিয়ে
ছিনিমিনি খেলা করে যাচ্ছে, ধ্বংসলীলায়
তাইতো আজ আমি, এক লজ্জিত বাংলাদেশ।
বায়ান্নে আমার বীর সন্তানেরা আন্দোলিত হয়ে
আমার মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিল,
  একাত্তরে আমার জন্য, আমার সন্তানেরা
তাদের জীবন বাজী রেখেছিল।
আজ আমার সন্তানেরা মহামারিতে লিপ্ত
আজ আমার সন্তানেরা একে অন্যের প্রতি ক্ষীপ্ত।
আমার নাম বাংলাদেশ,ভূষিত হয়েছিলাম
সোনার বাংলা নামক উপাধীতে।
আজ আমার সন্তানেরা, আমার সম্মানের মুকুট
মাথা থেকে চিরতরে খুলে নিয়েছে,
কলঙ্কের মুকুট পরে নিতে বাধ্য করছে।
তাইতো আমি নিজেই নিজের নাম দিয়েছি
লজ্জার বাংলাদেশ।
আজ আমার মাটি নষ্ট হয়ে গেছে চিরস্বার্থে।