* বীরত্বে কখনো করা যাবেনা বড়াই
   তর্কেতর্কে হচ্ছে আসল কুমন্ত্র  
   শয়তানের নিক্ষেপিত ছোড়া
   সত্য পথেরকাঁটা,সেই লড়াই !
   বীরত্বে করা যাবেনা,নিজ বড়াই।  
   নম্র,বিনয়ী ভাব,থাকুক সবে
   সাঝের প্রদীপ হস্তে,ধরণীতে
   আছে বাকী,শান্তিময় দিশা  
   বিশ্ব মানবে কি এক হবে?
   ধর্ম,জাতি,গোত্র যার যার
   কল্যাণে মানব,থাকুক পাশে মানবে  
   হিংসা,বিদ্বেষ,রক্তে মহামারি
   ধ্বংস লীলায়,সবি হচ্ছে ছারখার।  
   আমার ক্ষতি চক্রে,তোমার হাত
   তোমার ক্ষতি চক্রে,বরাবরি আমার
   এইভাবে চলছে,আগুন জ্বলছে  
   রহিম,ভদ্রা,মরছে দেবনাথ।  
   এসো হে সর্ব জাতি,শান্তিতে আসি
   নব্য ভোরে,সোনালি আলোর সাথে,
   মম সুখ,শান্তি ভালবাসা
   মানবতার আহ্বানে বারোমাসি।
   এসো হে সর্ব জাতি,শান্তিতে আসি !


×××××××××××××----×××××××××××××