মাঝে মাঝে মনে হয়,রক্তের মানুষের চেয়ে
কিছু পর মানুষ আছে,যারা আপন হয়
আজকাল নিজের রক্ত নিজেকে দেয় দীক্ষা
এর চেয়ে বড় হতে পারে না,
পৃথিবীর কোনো শিক্ষা।
যুগ পাল্টে গেছে,পাল্টে গেছে, রক্তের বাঁধন  
তুমি যতই চেষ্টা করো,কিছু সম্পর্ক
টিকাতে পারবে না,যতই করো সাধন
যুগ পাল্টে গেছে,পাল্টে গেছে,রক্তের বাঁধন ।
মাঝে মাঝে মনে জাগে ভয়,
কখন জানি,নিজের রক্তের মানুষ
চুপিচুপি,পিছন থেকে,চুরি মারতে আসে
যদিও উপর থেকে দেখায় সব ঠিকঠাক
সবচেয়ে বেশি তারাই ভালোবাসে!
ভুল সবি ভুল,স্বার্থের দুনিয়ায়
তাঁরাই, প্রথম স্বার্থবাজ,
সুযোগের অপেক্ষায় বসে থাকে
সুযোগ পেলেই,চুরি মারা তাদের প্রধান কাজ।