* বিজ্ঞ জন খুঁজেনা ধন
  মানবতায় খুঁজে মুক্তি,
  মুর্খ জন ক্ষতি সাধন
করে, ভুলটা দিয়ে যুক্তি।
  সাধু জন, সাহায্যে মন
অন্যের বিপদে আসবে,
শত্রু জন, সুযোগে মন
অন্যের বিপদে হাসবে।
মানুষ সৃষ্টির প্রাণিত
স্বভাবে দুই, সৎ,লোভী,
মানুষ চেনা কষ্টসাধ্য
নিজ স্বার্থে, রাজা খুবি !