-আমি আর মানুষ হতে পারলাম না
জানি, একটি ভুল, সীমা ছাড়িয়ে যাচ্ছে
আয়নার সামনে, দাঁড়াতে পারছিনা
নষ্ট মনের শয়তান, আনন্দ পাচ্ছে।
কত চেষ্টা, কত সাধনা, সময় করে
পূর্ণ হতে স্বাদ জাগে, তবু আমি পাপী,
একটি ভুল রাত্রদিনে,ভাঙ্গে সীমানা
নষ্ট মুখের, অনুতপ্ত, দিবে কি মাফী?
আমি আর মানুষ হতে পারলাম না
বহুদিন হলো শুদ্ধ জলে স্নান করিনা
বল দেখি  কি করে পবিত্র হবে মন,
অভিশাপে পুড়েই, হলাম বুঝি ছাই
কেউ বলিতে পারবে,লোভে খুজি ধন ?
তবু আমি, মানুষ হতে পারলাম না।
__________...__________