* ভবে, অনেক দেখেছি লোভনীয় দল
যেখানে স্বার্থ সেখানে ছুটে ছুটে চল
অনেক পেয়েছি দীক্ষা, এই শান্ত মাটি
তুমি পবিত্রতা ঢেলে, বঙ্গ করো খাঁটি।
আমি ভেঁসে যাবো যাই, দৃঢ় সত্য লয়ে
শান্তি, ত্যাগ ধরে পাই, বিরহের জয়ে।
প্রশ্ন করি নিজেই নিজেকে, ধর্মজাতি
উত্তর পাই, মানুষ মানুষের জ্ঞাতি।
জগতে সত্যের নাম, একাকী বসত
সত্য-মিথ্যে মিলে গেলে পুরোটা অসৎ।
আমি মুসলিম, হালাল, হারাম চিনি
পাপে ক্ষমা অনুতাপী, মাফি প্রভু তিনি।
সাম্যের গান গেয়ে নজরুল গেলো চলিয়া
নিশ্চয়, প্রভু উদার, সাক্ষদানে যাই বলিয়া।
দীগন্তের পাড়ে, চির মুক্তির আহ্বান
সততার দুয়ার খুলিল, প্রতিদান।
নিজেই নিজেকে, মূল্যায়নে প্রশ্ন করি তাই
প্রভুর সিক্ততায়, ঠিক উত্তর পেয়ে যাই।