ছেড়ে চলে যাওয়া ভীষণ কষ্টের হয়
তারপর,দিনগুণা মৃত্যুর,
এত দ্রুত মানুষ ভুলে যেতে পারে?
পথের কুকুর তাও ভালো।
সহজে ছেড়ে চলে যাওয়া,আজকাল
পুতুল খেলার মতন।
আচ্ছা,হাসি মুখে কেউ কথা বললেই
সে কি সুখে থাকে ?
ভিতরে ভিতরে যদি ও পুড়ে যায় সে
বাহিরে বুঝতে দেয়না!
আর কেউ সহজে  বুঝতে পারলেও
স্বাভাবিক ভাবে নেয় না।
ছেড়ে চলে যাওয়া ভীষণ কষ্টের হয়
আঘাতে আঘাতে মাটি,
দেওয়ালের সাথে পিঠ লেগে গেলে
একদিন,হওয়া যায় খাঁটি!
ছেড়ে চলে যাওয়া ভীষণ কষ্টের হয়
আঘাতে আঘাতে মাটি।