* আকাশের গায়ে আলোকিত পূর্নীমার চাঁদ  
    নিজ প্রতিবিম্ব আভা ছড়াচ্ছে ,
    আমি অপলক দৃষ্টিতে থাকিয়ে রইলাম
    যেনো,আমার মনটা সে ভরাচ্ছে।
   পাড়া গায়ে নিপুণ ভঙ্গীমায় প্রকৃতির প্রেমটা
    মিশে দখিনা বাতাসের সাথে,
    ঘরে ফিরতে আজ,নাহি চাই এই মন
    অপরূপ মায়াবতী রাতে।
    ধূসর সেই খাতা,সময়ের পাতা আজ
    আবার মনে করিয়ে দিল
    সেদিনের সেই তালিকা,
    প্রকৃত কবির পরিচয়,ভালবাসা কতিপয়
    নিষ্প্রাণ হৃদ হতে হারিয়েছে
    সেই প্রেমময় বালিকা।
    কেন মনে পরছে আজ,ভালবাসা হারানো
    সেই পুরনো কথা,
    শুনেছি লোকের মুখে,মিলিত হয় প্রেম
    পূর্নিমায়,
    আদিযুগের সেই প্রথা।
    আজতো আমি নিজেকে ইট পাথর মনে করি
    যেমন চাঁদের আলোয় দাঁড়িয়ে
    দৃশ্যমান দেখাচ্ছে গাছটা,
    আহত শরীরের শোকে মস্তিষ্ক উন্মাদ
    পিচ রাস্তায়,পরে থাকা বেদনায়
    আমার জীবন্ত এই লাশটা।
    হঠাৎ চাঁদের কিরন লেগে হয়ে গেলো কবিতা
   বালিকার স্মরন সাথে,
   ঘরে ফিরতে এখন নাহি চাই এই মন
   শতরূপা মায়াবতী রাতে।