* সততায়, পাঁচশত এক টাকার পুড়িয়ে লাকড়ি
অবশেষ মেডিকন ফার্মাসিটিক্যালে পেলাম চাকরি
কর্ম জীবনে  প্রথম সেদিন আঁটটায় বাহির হলাম
মিরপুরের বাসা থেকে,পায়ে হেটে গন্তব্যে পৌঁছে গেলাম।
নিজ বায়োডাটা আর ফরম ভরাটে নয়টা বেজে গেল
তখন অফিসের পেয়ার স্যার আমায় দেখতে পেল।
স্যার আমাকে ডেকে বললো জয়েন দাও নি এখনও
আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ছিলাম, তখনও
তারপর হতে কাজ শুরু, ভয় ভয়ে একদিন
কাজে মন, মেয়েদের সাথে আলাপন সারাদিন।
হঠাৎ বেজে গেল ছয়টা, আর হয়ে,গেল ছুটি
অতঃপর রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিলাম রুটি।
ক্লান্ত মনপ্রাণ, তবু সিঁড়ি বেয়ে চারতলা রুমে
  লুঙ্গী পড়লাম, বিছানা করলাম, অতঃপর ঘুমে
রোজ সকালে সাতটা বাজলে, চাকরি করিতে যাই
আমি মাথার ঘাম,পায়ে ফেলে এখন শান্তি পাই!