* শব্দময়,ভাষা,নিঃশব্দে
  আতঙ্কের কণ্ঠে,সমুদ্র,
  ব্যর্থ হয়েছি,তাতে কি ?
  চেতনার দুয়ারে রৌদ্র।
  অদৃষ্টের শিকলে স্বপ্ন
  রমণীর যৌবনে শক্তি,
  অন্ধকার পথপার্শ্বে  
  প্রভু,তোমায় করি ভক্তি।
  আজ নৈশব্দে পথ চলা
  যুদ্ধের মাঠে এসে থামি,
  সততাকে পুঁজি করিয়া
  মৃত্তিকায় শায়িত আমি।