অভিলাষী মন নিয়ে,আমার মনটা
চুরি করে চলে গেছে সে,
সেদিন"বসন্তের কাল চলছিলো বঙ্গে।
ধ্রুপদী আঙ্গিনা জুড়ে,কোকিলের সুরে
দেখা হয়েছিলো,তার সংঙ্গে।
রঙিন যৌবন,আর সোনালী মৌ-বন    
জন্ম দিয়েছিলো মনে"প্রেম,
এলোমেলো আমি,ললাটে ঝরছিল ঘাম
তোমার নাম কি,শুধালেম ?
মুখে কুলুপ এঁটে,চলে গিয়েছিল হেটে
আশ্চর্য,যদি তার নামটা জানতেম!
তারপর মনে বাঁধলো দানা,
অভিমানে তার নামটা হল জানা।
রিয়া রিয়া বলে,ছুটেছি কোলাহলে    
তার মুখের দিকে তাকালেই মনে হত
সে আসমানের পরী,মনটা বোধহয় শান্ত,
অবহেলার আগুনে,দিব্যি আমাকে জ্বালাবে
আগে কে জানতো ?  
অভিলাষী মন নিয়ে,আমার মনটা
চুরি করে চলে গেছে সে,
পিছুটানে,ফিরেও থাকালো না একবার!