* শুকরান হে মোর মহান আল্লাহ
       আবার পেয়েছি রমজান,
তোমার কৃপায় চলছি, সাক্ষ্যদানে বলছি
       পেয়েছি তৌফিক দান।
অপোষ্য করে কি হবে নিত্যদিনে
     যদি লোক দেখানো হবে?
অপোষ্য করবো আমি,তোমার খুশি দানে
    মহৎ উদ্দেশ্য তাতে রবে।
শুকরান হে মোর মহান আল্লাহ
        রহমত মাসে নিরঞ্জন,
তোমার মহিমায় এসেছি, এই ধরায়
       মানব জাতী সর্বজন।
  মাগরিবের আযান হবে কিছু পূর্বে  
       ইফতার হচ্ছে তৈরি,
তোমার করুণা পেলে মুখে ওঠবে অন্ন
    কিসের আবার করি বৈরি।
শুকরান হে মোর মহান আল্লাহ
   এভাবে মোদের ঈমান থাকুক,
শরীয়ত ভেদে করিও হেদায়ত  
    শুদ্ধ আত্মা তোমারে ডাকুক।
শুকরান হে মোর মহান আল্লাহ
     মোরে করেছো বলে সৃষ্টি,
দেশী ভাষে তোমারে বুঝিতে পারি জ্ঞানে
       মনের দেখা দিয়ে দৃষ্টি।  
          
             .....সমাপ্ত.....