মনের জানালা খুলে,চেয়ে দেখো আমাকে
আমি বসে আছি,তোমার মন বাগিচায়,
মনের জানালা খুলে,একটি বার চেয়ে দেখো
আমি দাঁড়িয়ে আছি,তোমারি আশায়।
আমার মনের মধ্যে,শীতলপাটি বিছিয়ে রেখেছি
তুমি মনের জানালা খুলে, একটিবার দেখো
আর এসেই, ঠিক তার মাঝখানে বসো!
আমার এই জন্ম,তোমার জন্য এক,উপহার
তুমি মনের জানালা খুলে,একটিবার দেখো
ভালোবাসার রং,বিচিত্র,ও সমাহার।
অনেক প্রতীক্ষার পর,মনের দরজা খুলে
তুমি কাছে এসে দাঁড়ালে,হাত দুটি বাড়ালে
মনে জাগলো আশা,ফিরে পেলাম ভালোবাসা।
তোমার চারিপাশ ঘিরে,এখন আমি কবি
আর কবিতার মাঝে,শুধুই তোমার ছবি।
তোমার নামের একটি সকাল,জানে,একটি দুপুর
শিশির ভেজা নরম ঘাসে,বাজে তোমার নুপুর।
মনের জানালা খুলে,দেখেছো বলে আমাকে
আমি আজ ধন্য হয়ে,ভালোবাসি,তোমাকে
তোমার নামের সন্ধ্যাতারা,রাত্রিরা সব জানে!