পরানে নাই রে আশা,মুখে নেই নিজ ভাষা
প্রেম নীতি মরে গেছে,হায়
যৌবনের ঢেউ আসা,নাম তার ভালবাসা
মূলের দোষ কিছু চিন্তায়।
কহিতে পারিনা মুখে,সহিতে পারিনা দুখে
আচার বিচার নিজ গুণে,
মিছে সব আকূলতা,দুধে দাঁত ব্যাকুলতা
আমার পুঁতি পাঠ কে শুনে।
ভাল মন্দে দেহ তাজা,পঁচা মাছে তেল ভাজা
মুখে অরুচি,খিচুরি স্বাদ,
আবেগে দিশেহারা,প্রেমপদে ভুল পাহারা
তবু জানি,স্বরণে আহ্লাদ।
ভালবাসার আগমনে,বসন্ত আসে মনে
ইচ্ছেরা বাসা বাধে আনন্দে,
অঙ্গীকার হলে মিছা,অস্বীকার নষ্ট ভিষা
বিরহের গীত,গান,ছন্দে।
পরানে নাই রে আশা,ফিরে পেতে ভালবাসা
চিরকাল,বুকে ভাঙ্গে পাড়,
বিরহের জেয়ারে,ডুবি ভাসি,প্রেম দুয়ারে
মেয়ের দেওয়া উপহার।