তুমি সাগর হয়ে ভাঙ্গবে যদি
হৃদয়ের পাড়,
আমি চর হয়ে গড়িব জানো
ভালবাসা আবার।
তুমি উঁচুতে উঁচুতে ঝর্ণা হয়ে
বয়ে যদি যাও,
আমি সেই তীরে পাল তুলিব
ভালবাসার নাও।
তুমি যদি চাঁদ হবে আমি হব
আকাশের তারা,
তোমার আশেপাশে,অবয়ব থেকে
দিব পাহারা।
তুমি যদি ভয় পাও,তোমাকে
বুকে চেপে ধরবো,
সুখে দুখে আমরা,একসাথে
ভালবেসে, মরবো।
জগতে,আজ থেকে এই পণ
প্রভু তোমারি তরে,
হব না সংসারী,যদি না পাই বধূ
আমার এই ঘরে।
বধূ বেশে সেই রাজকুমারী তুমি
দিবে যখন মুচকি হাসি,
চোখের ইশারায় বলে দিব
আমি কত,ভালবাসি।
সেই তোমার তরে স্বপ্ন দেখি
হলদে বরণ পাখি,
তাইতো আমি চুপিসারে,আজও
একলা একা থাকি।
আজ ধৈর্য আমার পাহাড় হল,
তুমি নারী আশা,
শুধু প্রভু জানে,কোথায় আছো তুমি
  হয়ে,আমার ভালবাসা।