জীবনের সব রং ধূসর হয়ে যায়
থমকে যাই কিছুটা সময়
হারানোর ব্যথা বুকে নিয়ে চলি
দেশ হতে দেশান্তরে।


বেলা বয়ে যায়,পাখি উড়ে যায়
থেমে যাই সাগরের ঢেউ,
অসময়ে আসেনা,ভাল আর বাসেনা
চিরচেনা, সেই কেউ!


ধৈর্যের অবসান,ভেংঙ্গে হয় খান খান
দিয়ে যায় শুধু আঁড়ি,
বহু প্রতীক্ষার পর,জীবনে ফিরে রং
ভালবাসে কোনো নারী।


মনে ফিরে আসে,কত কবিতার ছন্দ
গুনগুনিয়ে গান গাওয়া,
ভালোলাগে উদাসী বিকেল,একাকী
দখিনা দমকা হাওয়া।


ধৈর্যের অবসান,ভেংঙ্গে হয় খান খান
দিয়ে যায় শুধু আঁড়ি,
বহু প্রতীক্ষার পর,জীবনে ফিরে রং
ভালবাসে কোনো নারী।