* নাস্তিকরা সব ধর্ম বিরোধ,নিন্দাবাদে
            অযোক্তিক কথা বলে,
   আস্তিকরা স্রষ্টার প্রশংসায় জিন্দাবাদে  
          মুক্ত-দ্বীনের পথে চলে।
   পূর্বে মানব শুরু, আদম (আঃ)ধর্মগুরু
           সবধর্মই এটা মানে,
আজকে নাস্তিক শুরু আবোল তাবোল ছাগল গরু   তারা নিবেনা কথা কানে।
ধর্ম যার যার মানব কল্যাণে নিয়োজিত  
         শান্তি শৃঙ্খলায় মানব,
  কর্ম তার তার অকল্যাণে আয়োজিত
         মানবধর্ম নামে দানব।
কেউ বিশ্বাস করো নাইবা করো স্রষ্টার স্পর্শে  
          নিত্যকালে সবি সৃষ্টি,
  ঢেউ নিশ্বাস ধরো শ্বাস-প্রশ্বাসে কার্বন অক্সার্ডে
        তাহা পাইনা কাহারো দৃষ্টি।
রাত্রিদিন নাস্তিকরা ভাবছে আমি স্বাধীন
           তারা গুন্ডাদল ভাই,
প্রতিদিন আস্তিকরা থাকছে স্রষ্টার অধীন  
         ওরা ঐক্য,শান্তি চাই!
দাঙ্গা বাধায়ে, মৌনতা কাঁদায়ে ধ্বংস পথে
      ওরা কারা তারা নাস্তিক?
ভাঙ্গা হৃদয়ে, দৃঢ়তা সদয়ে মুক্ত পথে
       ওরা কারা তারা আস্তিক।


               .....সমাপ্ত.....