* প্রিয়তমা, তোমার চোখে চোখ রেখে
আমি ভালবাসার আকাশ দেখতে পাই,
      তাই বুঝি,কবি?
তা মেঘলা আকাশ, নাকি নীল আকাশ
    দুটোই দেখতে পারি।
তুমি ভালবাসার মেঘলা আকাশ
  কেমনে দেখতে পাও কবি ?  
তুমি যখন অভিমানী হও কাঁদো কাঁদো চোখে,
তখন আমি মেঘলা আকাশ দেখতে পাই।
আর নীল আকাশ কেমনে দেখতে পাও?
তুমি যখন উদাসী হয়ে আমার কাছে আসো
চুপিচুপি ভালবাসো, ঠিক তখন আমি
ভালবাসার নীল আকাশ দেখতে পাই।
হা,হা,হা, সত্যি কবি, তুমি পারো বটে।
আচ্ছা কবি, আমার জন্য
তোমার ভালবাসার গভীরতা কেমন ?
জানিনা, তবে এটুকু বলতে পারি,
তোমার হাসি মুখ দেখলে, পৃথিবীর সকল সুখ
আমার কাছে তুচ্ছ মনে হয়,
আর তোমার যদি, গোমরা মুখ দেখি
আমার বুকে সমুদ্রের উত্তাল ঢেউ ওঠে
আর একটু একটু করে পাড় ভাঙ্গে হৃদয়ের।
তুমি আমাকে এত ভালবাসো কবি.?
আচ্ছা কবি, আমি যদি কোথাও হারিয়ে যাই
  দূরে বহুদুরে, তখন তুমি কি করবা, নিশ্চয়  আরেকটা বিয়ে করবা.?
চুপ পাগলী,এমন কথা বলতে নেই,
তুমি কি জানো না, কবির হৃদয়ে আসন পেতে কেউ বসতে পারবেনা,তুমি ছাড়া,
যদি বিধাতা চাই, কাউকে বসাবে
তবে তা ভিন্ন কথা,
কেননা গোলাম কখনো মালিকের হুকুমের
বাহিরে কাজ করতে পারেনা,তাই আমি ও পারবো না!
তবে  বিধাতার কাছে ফরিয়াদ করে ভিক্ষা চাইবো তোমাকে।
যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন তুমি যেন
আমার ছায়াসংঙ্গী হয়ে কাছাকাছি থাকো,
আমার পাশাপাশি থাকো,
তাই যেনো হয় কবি, তাই যেনো হয়।