প্রত্যেকটা মানুষের জীবনেই,ভালবাসা জন্ম নেই
হউক সে কালো,হউক সে শ্যাম বরণ
সাদা,কিংবা,ধলা,সবার জীবনেই প্রথম
ভালবাসা আসে,উদাসী বিকেলের রং হয়ে
তখন সে হারিয়ে যায়,অজানা এক প্রান্তরে।
উদাসী আউলা বাতাস,তখন ভালো লাগে
যখন তখন মনে শুধু,প্রেম জাগে
ভালো লাগে তখন,টপকাতে
ধরত্রীর সব বাঁধা বিপত্তিকে।
মনে আবেগ এসে,এতটাই বাসা বাঁধে
মনে হয় সব বা হাতের খেল
চাইলেই পাওয়া যাবে,ধরা যাবে
সবকিছু,যখন তখন।
কিন্তু,ভালবাসা আর আবেগ এতটাই ভয়ানক
তা সবার জানা থাকে না!
তাই ভুল করে,ভালবাসার অন্ধকারে
নিজেকে হারালে,
নিমিষেই,এলোমেলো হয়ে যেতে পারে
যেকোনো মানুষের সুন্দর জীবনটা!
ভালো সবাই বাসতে জানে
কিন্তু,ক'জন প্রকৃত ভালবাসা পায়?  
ভালবাসলেই,স্বজন প্রিতী
অনেকেই হয় শত্রু,
মানুষ চেনা বড় দায়
তোমার কে হয়েছে,সুদিনের সেই বন্ধু?
ভালবাসা যাকে দেয়,তাকে দু'হাত ভরেই দেয়
আর যার কাছে থেকে কেড়ে নেয়,
তার সবকিছুই কেড়ে নেয়
এমনকি তার তরতাজা জীবনটাকেও!
পরিশেষে বলা চলে,ভালবাসা হল ভাগ্যের চাকা
যার চাকা ঘুরে যাই,সে সবকিছুই পেয়ে যায়
আর যার চাকা ঘুরে না,
সে হয়ে যায়,উদাসী এক,চির উন্মাদ
ভবঘুরে,এটাই হল নিয়তির খেলা!