* কালে কালে চির অভিশাপ দেখি,মর্মে
   বীজ বুনে,সুপ্ত বুকে,দুঃখ অঙ্কুরিত,
   ভালোমন্দ,বুঝতে না পারার মাশুল
   দিয়ে যাচ্ছি অবিচল,আবেগে বিস্ফোরিত।
   জগতে,দুঃখ পথের পথিক হলাম
   ভালবেসে ব্যর্থ,অম্লানে শুষ্ক মুখ,
   আমি যেখানে যাই,শুকিয়ে যাই নদ
   অভাগার পদতলে,নরক দুখ।
   বসুন্ধরা,হয়তো কম্পিত হয় গর্জে
   এ অভাগার চলা,ধূলি মাখা চরণে,
   হাত বাড়ালেই চিরধার্য,সবি ভুল  
   বহু ভাগ্য বলে,তুই অভাগা বরণে।
   হারিয়ে বসে থাক,রাত্রিদিনে প্রকাশিত
   চেতনার দুয়ারে তর সে লক্ষ্য স্থীর,
   সত্য মিলবে একদিন,সংকেতময়
   তিতিক্ষার প্রহরে,সর্বসহা অধীর।
   মাটি কামড়ে পরে থাকিতে হবে,রোজ
   ধৈর্যের ফসল জন্মাবে,পূর্ণতা ঘেষে,
   পবিত্র হৃদ ঢেলে,তাই ভালবাসিব
   নিষ্পল,হতাশায় নরকের সে দেশে।