* আশার মালা হস্তে লইয়া
    ঘুরি বনে বনে,
    মাইয়া রে তুই করলি খেলা
    আমায় দিয়ে অবহেলা
    নিশি নিরাজনে।  
    আকাশ কান্দে মেঘের চোখে
    তাইতো ঝড়ে বৃষ্টি,  
    আমি কান্দি পাথর বুকে মাইয়া
    তরে দিয়া দৃষ্টি।  
    কোন বা দোষে তুই করলি হেলা
    মাইয়া রে তুই দোষী,
    আমার মন হরষে তুই রঙের মেলা
    ভালোবাসলে আমি খুশি।
    ভালবাসার প্রেম যমুনায়  
    আমি ভাসায় নাইয়া,
    কোন পরাণে তুই বাধলি বাসা
    বলে যারে মাইয়া।
    তর বিরহে চক্ষের পানি
    ছলছল করে ভাসে,
    মাইয়া,তর পরাণে আমার জন্য
    অবহেলাই আসে,
    জানি,অবহেলাই আসে!